মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল প্রকৌশলীর

 কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
০৬ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম  |  অনলাইন সংস্করণ

ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহ্ আব্দুল মঈন (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর ইব্রাহিমবাদ কালিহাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রকৌশলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামের শাহ্ মোমেনের ছেলে। তিনি নির্মাণাধীন রেল সেতুর ওটিজি কোম্পানির সাইট চিফ অফিসার ছিলেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টি সময় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ইব্রাহিমবাদ গোলচত্বর কালিহাতী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী শাহ আব্দুল মঈন রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে গাড়ির চাপায় আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন