‘আ.লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে’
শরীয়তপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ১৭:৪১:২৩ | অনলাইন সংস্করণ
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, রাজপথ আমাদের দখলে রাখতে হবে। দখলে আছে, সরকারে তো আমরা আছি। রাজপথ প্রকম্পিত করতে হবে। রাজপথ প্রকম্পিত করার ভ্যানগার্ড হচ্ছে আওয়ামী যুবলীগ।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। কারণ নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনা ছাড়া আর কাউকে ভোট দেবে না। বিএনপি গণধিকৃত দল। ওরা হাওয়া ভবন সৃষ্টি করে। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়।
শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার মাতৃছায়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এনামুল হক শামীম এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, খালেদা জিয়া, তারেক রহমানদের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে- মা আর ছেলে মিল্লা দেশটা খাইছে গিল্লা। আজকে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার কারণে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে জেলে থাকার কথা। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় তিনি আজ বাড়িতে আছেন। তারেক জিয়া দুর্নীতিতে অনার্স আর মানি লন্ডারিংয়ে মাস্টার্স।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাতবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, বিঝারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার হাওলাদার, সাধারণ সম্পাদক শাহ আলম চৌকিদার প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘আ.লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে’
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, রাজপথ আমাদের দখলে রাখতে হবে। দখলে আছে, সরকারে তো আমরা আছি। রাজপথ প্রকম্পিত করতে হবে। রাজপথ প্রকম্পিত করার ভ্যানগার্ড হচ্ছে আওয়ামী যুবলীগ।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র চলছে। কারণ নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনা ছাড়া আর কাউকে ভোট দেবে না। বিএনপি গণধিকৃত দল। ওরা হাওয়া ভবন সৃষ্টি করে। দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়।
শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়ার মাতৃছায়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এনামুল হক শামীম এসব কথা বলেন।
নড়িয়া উপজেলা আওয়ামী যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, খালেদা জিয়া, তারেক রহমানদের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে- মা আর ছেলে মিল্লা দেশটা খাইছে গিল্লা। আজকে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার কারণে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে জেলে থাকার কথা। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় তিনি আজ বাড়িতে আছেন। তারেক জিয়া দুর্নীতিতে অনার্স আর মানি লন্ডারিংয়ে মাস্টার্স।
উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাতবর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, বিঝারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার হাওলাদার, সাধারণ সম্পাদক শাহ আলম চৌকিদার প্রমুখ।