মেঘনায় মিলল মরা ডলফিন

 রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি  
০৯ আগস্ট ২০২২, ০৪:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে কখনো মেঘনায় ডলফিন দেখা যায়নি। ডলফিন দেখতে উৎসুক মানুষ ভিড় করছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ির এলাকায় নদী থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্র জানায়, হঠাৎ করে মৃত ডলফিনটি নদীতে ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক ডলফিনটি নদী থেকে উদ্ধার করে কূলে নিয়ে আসা হয়। 

স্থানীয়রা বলছেন, এই প্রথম মরা ডলফিন স্রোতে ভেসে আসে। আর আগে রামগতির মেঘনায় মৃত কিংবা জীবিত কোন ডলফিন দেখা যায়নি।

বড়খেরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ বলেন, মৃত অবস্থায় ডলফিনটি ভেসে উঠে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে মারা গিয়ে স্রোতের সঙ্গে ডলফিনটি ঘটনাস্থলে চলে এসেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন