‘আল্লাহর দিকে মনোনিবেশ করুন, বিজয় একদিন আসবেই’

 টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি 
০৯ আগস্ট ২০২২, ০৭:৫০ পিএম  |  অনলাইন সংস্করণ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আল্লাহপাক ধৈর্যশীলদের পছন্দ করেন। আল্লাহর দিকে মনোনিবেশ করুন, বিজয় একদিন আসবেই। তিরি আরও বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহাদাতবরণ করেছেন। তাই অন্যায় কাজ ও অন্যায়কারীদেরকে বর্জন করতে হবে। তা নাহলে অন্যায় কর্মের কুপ্রভাবে সমাজ ও রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।

মঙ্গলবার দুপুরে বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে কারবালা ময়দানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণ ও পবিত্র আশুরা উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল, তাঁতীদল নেতা তাজুল ইসলাম বেপারী, আতাউর রহমান আতিক, আমিন উদ্দিন, মাহবুবুল আলম, নূরে আলম জিকু, নাজমুল আলম মিঠু, মীর মোহাম্মদ নূরউদ্দিন, হাজী স্বপন, জনি কিবরিয়া খান, কামাল শেখসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কারবালা ময়দানে শাহাদাতবরণকারী সব শহীদদের আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন