জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

 কুড়িগ্রাম প্রতিনিধি 
১০ আগস্ট ২০২২, ১০:৫৯ পিএম  |  অনলাইন সংস্করণ

জ্বালানি তেল, ও সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি। 

বুধবার দুপুরে শহরের জলিল বিড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. পনির উদ্দিন আহমেদ এমপি, জেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলুল ইসলাম বাবু, ফুলবাড়ী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, রাজারহাট জাতীয় পার্টির আহবায়ক আমজাদ হোসেন প্রমুখ।

সমাবেশে এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। খেয়ে পরে বেঁচে থাকাটাই এখন দুষ্কর হয়ে পরেছে। অবিলম্বে জ্বালানি তেল, সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবী জানাচ্ছি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন