দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, স্ত্রী আটক
jugantor
দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, স্ত্রী আটক

  স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি  

১২ আগস্ট ২০২২, ২০:২৪:১৬  |  অনলাইন সংস্করণ

পিরোজপুরের স্বরূপকাঠিতে জাহারুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে বালিহারী গ্রামে জাহারুলের বসত ঘরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে পুলিশ।

জাহারুল বালিহারী গ্রামের মৃত আ. মান্নানের পুত্র এবং দিনমজুরের কাজ করেন। জাহারুল দম্পতির দুইটি শিশুকন্যা রয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন, স্ত্রী আটক

 স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি 
১২ আগস্ট ২০২২, ০৮:২৪ পিএম  |  অনলাইন সংস্করণ

পিরোজপুরের স্বরূপকাঠিতে জাহারুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে বালিহারী গ্রামে জাহারুলের বসত ঘরে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাহারুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছে পুলিশ।

জাহারুল বালিহারী গ্রামের মৃত আ. মান্নানের পুত্র এবং দিনমজুরের কাজ করেন। জাহারুল দম্পতির দুইটি শিশুকন্যা রয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটেছে।

এ বিষয় নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, জাহারুলের স্ত্রী মুর্শিদাকে জিজ্ঞাসাবাদ করতে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন