৩০০ আসনেই প্রার্থী দেবে এনডিএম: ববি হাজ্জাজ
কুমিল্লা ব্যুরো
১৩ আগস্ট ২০২২, ০০:৫৭:৫৩ | অনলাইন সংস্করণ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। শুক্রবার (১২ আগস্ট) বিকালে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় কুমিল্লা দক্ষিণ জেলা এনডিএমের ত্রিবার্ষিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
এ সময় তিনি বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে এনডিএম। জ্বালানি তেলের মূল্য কমানো, রাজপথে আন্দোলনের সুযোগ ও জনগণের আশানুরূপ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি দেশের প্রতিটি জনগণের। সেই দাবি আদায়ে আমরা কাজ করে যাচ্ছি।
ববি হাজ্জাজ বলেন, এনডিএম কারো বিরুদ্ধে কাজ করে না, সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও নিরাপদ জীবন বাস্তবায়নসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনডিএম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- মো. বেলাল হোসাইন, জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় আবুল কালাম আজাদকে সভাপতি এবং মো. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা এনডিএমের কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৩০০ আসনেই প্রার্থী দেবে এনডিএম: ববি হাজ্জাজ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। শুক্রবার (১২ আগস্ট) বিকালে কুমিল্লা নগরীর একটি রেস্তোরাঁয় কুমিল্লা দক্ষিণ জেলা এনডিএমের ত্রিবার্ষিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
এ সময় তিনি বলেন, সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে এনডিএম। জ্বালানি তেলের মূল্য কমানো, রাজপথে আন্দোলনের সুযোগ ও জনগণের আশানুরূপ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি দেশের প্রতিটি জনগণের। সেই দাবি আদায়ে আমরা কাজ করে যাচ্ছি।
ববি হাজ্জাজ বলেন, এনডিএম কারো বিরুদ্ধে কাজ করে না, সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও নিরাপদ জীবন বাস্তবায়নসহ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে এনডিএম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- মো. বেলাল হোসাইন, জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় আবুল কালাম আজাদকে সভাপতি এবং মো. বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দক্ষিণ জেলা এনডিএমের কমিটি ঘোষণা করা হয়।