গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষকের
কুমিল্লায় সবজি বিক্রি করতে হাটে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি চাপায় নুরুল ইসলাম (৬৮) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম কালাকচুয়া ফাজিল মাদ্রসার এবতেদায়ী বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ভোরে আমার ভাই নিমসার বাজারে সবজি বিক্রি করার জন্য মহাসড়কের পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কালাকচুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বর নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাড়িচাপায় প্রাণ গেল শিক্ষকের
কুমিল্লায় সবজি বিক্রি করতে হাটে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি চাপায় নুরুল ইসলাম (৬৮) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম কালাকচুয়া ফাজিল মাদ্রসার এবতেদায়ী বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ভোরে আমার ভাই নিমসার বাজারে সবজি বিক্রি করার জন্য মহাসড়কের পাশ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কালাকচুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বর নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন।