অতিরিক্ত দামে ডিম বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লা ব্যুরো
১৮ আগস্ট ২০২২, ২২:২২:৫২ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজগঞ্জ বাজার, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় নিউমার্কেটের রফিক স্টোর ও বাবুল স্টোর নামে দুটি ডিম দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে ক্রয় ভাউচার না রাখা এবং অতিরিক্ত দামে মুরগি বিক্রির অভিযোগে একই মার্কেটের ভাই ভাই ব্রয়লার হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজগঞ্জ বাজারের রাজ্জাক ব্রয়লারকে ৩ হাজার টাকা ও হাশেম পোলট্রিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রেতাদের ঠকিয়ে ডিম বিক্রি করে অধিক মুনাফা নিচ্ছিল এসব ব্যবসায়ীরা। মুরগির দোকানেও একই অবস্থা। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত লাভে মুরগি বিক্রি করার অভিযোগ তদারকি করে মুরগি দোকানিদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তদারকি এই টিম জানায়, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অতিরিক্ত দামে ডিম বিক্রি, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় অতিরিক্ত দামে ডিম বিক্রির অভিযোগে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর রাজগঞ্জ বাজার, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় নিউমার্কেটের রফিক স্টোর ও বাবুল স্টোর নামে দুটি ডিম দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে ক্রয় ভাউচার না রাখা এবং অতিরিক্ত দামে মুরগি বিক্রির অভিযোগে একই মার্কেটের ভাই ভাই ব্রয়লার হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাজগঞ্জ বাজারের রাজ্জাক ব্রয়লারকে ৩ হাজার টাকা ও হাশেম পোলট্রিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৮টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ক্রেতাদের ঠকিয়ে ডিম বিক্রি করে অধিক মুনাফা নিচ্ছিল এসব ব্যবসায়ীরা। মুরগির দোকানেও একই অবস্থা। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত লাভে মুরগি বিক্রি করার অভিযোগ তদারকি করে মুরগি দোকানিদের জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। তদারকি এই টিম জানায়, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।