কুমিল্লায় নিজ গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেলেন আ.লীগ নেতা
কুমিল্লা ব্যুরো
১৯ আগস্ট ২০২২, ১৩:২৫:৩১ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে আবুল কাশেম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবুল কাশেম (৫৮) সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বাড়িসংলগ্ন একটি গ্যারেজে বেশ কিছু অটোরিকশা চার্জ দেওয়া হয়। দিনভর নগরীতে এসব অটোরিকশা চলাচলের পর রাতে ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজে চার্জ দেওয়া হতো। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তিনি গ্যারেজ পরিদর্শনে যান। সেখানে চার্জে থাকা একটি অটোরিকশায় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর যথাযথ কারণ আমরা খতিয়ে দেখব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় নিজ গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে মারা গেলেন আ.লীগ নেতা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পর্শ হয়ে আবুল কাশেম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবুল কাশেম (৫৮) সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বাড়িসংলগ্ন একটি গ্যারেজে বেশ কিছু অটোরিকশা চার্জ দেওয়া হয়। দিনভর নগরীতে এসব অটোরিকশা চলাচলের পর রাতে ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজে চার্জ দেওয়া হতো। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে তিনি গ্যারেজ পরিদর্শনে যান। সেখানে চার্জে থাকা একটি অটোরিকশায় বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর যথাযথ কারণ আমরা খতিয়ে দেখব।