কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর নগর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শাহাদাত (১৭) নগরীর গাংচর এলাকার শাহ আলম পুত্র। সে নগর উদ্যানে একটি রাইড পরিচালনা করতো।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য রতন ও হাসিবসহ কয়েকজন কিশোর শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে নগরীর নগর উদ্যান সড়কের পাশে ওত পেতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে গ্যাং সদস্যরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদাতের বাবা শাহ আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হাসিব এবং রতনের নেতৃত্বে আরও কয়েকজন মিলে আমার ছেলেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করেছে। আমি ঘাতকদের গ্রেফতার এবং উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শাহাদাত হোসেন নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর নগর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শাহাদাত (১৭) নগরীর গাংচর এলাকার শাহ আলম পুত্র। সে নগর উদ্যানে একটি রাইড পরিচালনা করতো।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য রতন ও হাসিবসহ কয়েকজন কিশোর শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে নগরীর নগর উদ্যান সড়কের পাশে ওত পেতে থাকে। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে গ্যাং সদস্যরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদাতের বাবা শাহ আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে হাসিব এবং রতনের নেতৃত্বে আরও কয়েকজন মিলে আমার ছেলেকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করেছে। আমি ঘাতকদের গ্রেফতার এবং উপযুক্ত বিচার দাবি করছি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি।