কুমিল্লায় কিশোর হত্যায় ৩০ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা ব্যুরো
২১ আগস্ট ২০২২, ১৩:৫১:৪২ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় কিশোর গ্যাং রতন বাহিনী কর্তৃক চাঞ্চল্যকর শাহাদাত হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নিহত কিশোরের মা শাহানা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে ফিল্মিস্টাইলে ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য রবিউল হাসান শাহাদাতকে ছুরিকাঘাত করতে করতে হত্যা করে।
কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ৩০ জনের নাম উল্লেখ ও আরও ৬-৭ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন নিহতের মা। আমরা ঘটনা তদন্ত করছি। কয়েকজনকে আটক করেছি। তাদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কুমিল্লার কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরীপাড়ার হোমিও কলেজের ডান পাশের গাঙচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকারচালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় কিশোর হত্যায় ৩০ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় কিশোর গ্যাং রতন বাহিনী কর্তৃক চাঞ্চল্যকর শাহাদাত হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নিহত কিশোরের মা শাহানা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার বিকালে ফিল্মিস্টাইলে ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য রবিউল হাসান শাহাদাতকে ছুরিকাঘাত করতে করতে হত্যা করে।
কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ৩০ জনের নাম উল্লেখ ও আরও ৬-৭ জনকে অজ্ঞাত করে মামলা করেছেন নিহতের মা। আমরা ঘটনা তদন্ত করছি। কয়েকজনকে আটক করেছি। তাদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কুমিল্লার কাস্টমস অফিস ও আওয়ার লেডি অব ফাতেমা গার্লস হাইস্কুলের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িতরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।
নিহত শাহাদাত নগরীর পুরাতন চৌধুরীপাড়ার হোমিও কলেজের ডান পাশের গাঙচর এলাকার বশু মিয়ার বাড়ির প্রাইভেটকারচালক মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।