কুমিল্লায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষ
কুমিল্লায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার শহরতলীর ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিকাল ৩টায় নগরীর টাউন হল মাঠে এক গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বেলা আড়াইটার দিকে গণজমায়েতে যোগ দিতে ধর্মপুর ডিগ্রি কলেজ রোডের উত্তরপ্রান্তে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দুর্গাপুর ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ওরফে বাদশা মিয়ার সঙ্গে একই দলের স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলের বাগবিতণ্ডা হয়।
এরই সূত্র ধরে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য সোহেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে সোহেলের অনুসারী আতিক, শহীদসহ চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল বলেন, ইউপি সদস্য সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে হাজি বাহার এমপির টাউন হলে ডাকা গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে আসার পথে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের ওপর হামলা করেন সোহেল। খবর পেয়ে আমাদের কর্মীরা ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর থেকে ধর্মপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কুমিল্লায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষ
কুমিল্লা ব্যুরো
২১ আগস্ট ২০২২, ২১:৫২:৪৮ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার শহরতলীর ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে বিকাল ৩টায় নগরীর টাউন হল মাঠে এক গণজমায়েত ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বেলা আড়াইটার দিকে গণজমায়েতে যোগ দিতে ধর্মপুর ডিগ্রি কলেজ রোডের উত্তরপ্রান্তে জড়ো হন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দুর্গাপুর ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার ওরফে বাদশা মিয়ার সঙ্গে একই দলের স্থানীয় ইউপি সদস্য আবদুল হান্নান সোহেলের বাগবিতণ্ডা হয়।
এরই সূত্র ধরে দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য সোহেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে সোহেলের অনুসারী আতিক, শহীদসহ চারজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল বলেন, ইউপি সদস্য সোহেল সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক গ্রুপের লোক। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে হাজি বাহার এমপির টাউন হলে ডাকা গণজমায়েত ও বিক্ষোভ মিছিলে আসার পথে আওয়ামী লীগ কর্মী আবুল বাসারের ওপর হামলা করেন সোহেল। খবর পেয়ে আমাদের কর্মীরা ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর থেকে ধর্মপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023