নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ৫ মামলার আসামি জামায়াত নেতা আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার বিকাল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর খসরু আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার ৫টি মামলা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ৫ মামলার আসামি জামায়াত নেতা আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকাল ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার বিকাল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর খসরু আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানার ৫টি মামলা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।