কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়
কুমিল্লা ব্যুরো
২৩ আগস্ট ২০২২, ১৯:৫৫:৪২ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) আব্দুর রহিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তানভীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান। সভায় কুমিল্লায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার পুলিশ সুপার হিসেবে কুমিল্লায় যোগদান করেন আব্দুল মান্নান। রেওয়াজ অনুযায়ী প্রথম কার্যদিবসেই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসাধারণের সঙ্গে পুলিশের আরও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পুলিশিং সেবার গতি ত্বরান্বিত করে মানবিক পুলিশিং কার্যক্রম গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
তাছাড়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান। আইনশৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার আব্দুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) আব্দুর রহিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তানভীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মো. লুৎফর রহমান। সভায় কুমিল্লায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার পুলিশ সুপার হিসেবে কুমিল্লায় যোগদান করেন আব্দুল মান্নান। রেওয়াজ অনুযায়ী প্রথম কার্যদিবসেই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। জনসাধারণের সঙ্গে পুলিশের আরও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পুলিশিং সেবার গতি ত্বরান্বিত করে মানবিক পুলিশিং কার্যক্রম গতিশীল করার প্রতিশ্রুতি দেন।
তাছাড়া চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান। আইনশৃঙ্খলার উন্নয়ন এবং অপরাধ দমনে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার আব্দুল মান্নান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।