ধারের টাকা না পেয়ে বন্ধুর বুকে গুলি
কুমিল্লায় ধারের টাকা না দেওয়ায় আ. আলিম (৩৪) নামে এক যুবকের বুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বন্ধু রুবেল হোসেনের (৩৩) বিরুদ্ধে।
বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আ. আলিম জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের অলিতলা গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা। তারা দুজন বাল্যবন্ধু বলে জানা গেছে।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কিছু দিন আগে আলিম সৌদি আরব থেকে দেশে আসেন। তার বন্ধু রুবেল তার কাছে থেকে দুই লাখ টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রুবেল আলিমকে গুলি করে পালিয়ে যান।
ওসি আরও বলেন, আহতাবস্থায় আলিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ধারের টাকা না পেয়ে বন্ধুর বুকে গুলি
কুমিল্লায় ধারের টাকা না দেওয়ায় আ. আলিম (৩৪) নামে এক যুবকের বুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার বন্ধু রুবেল হোসেনের (৩৩) বিরুদ্ধে।
বুধবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার হোটেল নূরজাহানের সামনে এ ঘটনা ঘটে।
আহত আ. আলিম জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের অলিতলা গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা। তারা দুজন বাল্যবন্ধু বলে জানা গেছে।
সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, কিছু দিন আগে আলিম সৌদি আরব থেকে দেশে আসেন। তার বন্ধু রুবেল তার কাছে থেকে দুই লাখ টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রুবেল আলিমকে গুলি করে পালিয়ে যান।
ওসি আরও বলেন, আহতাবস্থায় আলিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।