২ কেজি মুরগিতে ৪০০ গ্রাম কম, ২০ হাজার টাকা জরিমানা
কুমিল্লা ব্যুরো
২৬ আগস্ট ২০২২, ১৫:৫৯:৩৯ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় দুই কেজি ওজনের মুরগিতে ওজনে ৪০০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ব্রয়লার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর রাজাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
তিনি জানান, নগরীর শুক্রবার রাজগঞ্জ এলাকার মুরগিসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদারকি টিমের ছদ্মবেশী সদস্যের কাছে দুই কেজি সোনালি মুরগির ওজনে ৪০০ গ্রাম কম দিয়ে ১১৬ টাকা বেশি নেওয়ায় রুবেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জরিমানা এবং ওজনে কারচুপির কাজে ব্যবহৃত চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া পরিমাপক যন্ত্রের ওপর ফ্যা ন লাগিয়ে কৌশলে ওজনে কম দেওয়ায় আব্দুল্লাহ তাইফ ব্রয়লার হাউসকে ৩ হাজার টাকা, মূল্যও তালিকায় গরমিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রির প্রস্তাব করায় জাভেদের সবজির দোকানকে ৫০০ টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২ কেজি মুরগিতে ৪০০ গ্রাম কম, ২০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় দুই কেজি ওজনের মুরগিতে ওজনে ৪০০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ব্রয়লার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট সাড়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর রাজাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুল ইসলাম।
তিনি জানান, নগরীর শুক্রবার রাজগঞ্জ এলাকার মুরগিসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদারকি টিমের ছদ্মবেশী সদস্যের কাছে দুই কেজি সোনালি মুরগির ওজনে ৪০০ গ্রাম কম দিয়ে ১১৬ টাকা বেশি নেওয়ায় রুবেল ব্রয়লার হাউসকে ২০ হাজার টাকা জরিমানা এবং ওজনে কারচুপির কাজে ব্যবহৃত চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়।
এ ছাড়া পরিমাপক যন্ত্রের ওপর ফ্যা ন লাগিয়ে কৌশলে ওজনে কম দেওয়ায় আব্দুল্লাহ তাইফ ব্রয়লার হাউসকে ৩ হাজার টাকা, মূল্যও তালিকায় গরমিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রির প্রস্তাব করায় জাভেদের সবজির দোকানকে ৫০০ টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন।