আ.লীগ-বিএনপির পালটাপালটি সমাবেশ, ১৪৪ ধারা
নোয়াখালী প্রতিনিধি
৩০ আগস্ট ২০২২, ২১:১৫:২৪ | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগ ও বিএনপির পালটাপালটি সমাবেশকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ।
মঙ্গলবার বিকালে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্টেডিয়াম মাঠে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমাবেশের ঘোষণা করেছেন। জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আ.লীগ-বিএনপির পালটাপালটি সমাবেশ, ১৪৪ ধারা
আওয়ামী লীগ ও বিএনপির পালটাপালটি সমাবেশকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ।
মঙ্গলবার বিকালে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে স্টেডিয়াম মাঠে বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। একই স্থানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও সমাবেশের ঘোষণা করেছেন। জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে বুধবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।