যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
নোয়াখালী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৬:৩১ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ির ইসমাঈল ফকিরের ছেলে মো. জসিম উদ্দিন রাজু (৪৫) ও নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো. দুলাল (৪৮)।
রোববার সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে বেগমগঞ্জ পৌরসভার একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তার এ অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহণের কথা স্বীকার করেছেন। তাদের থানায় হস্থান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২
নোয়াখালীর বেগমগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের রেজ্জাকপুর মধ্যমনি গ্রামের টিক্কা মিয়া চৌকিদার বাড়ির ইসমাঈল ফকিরের ছেলে মো. জসিম উদ্দিন রাজু (৪৫) ও নোয়াখালী সদরের কাদিরহানিফ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে মো. দুলাল (৪৮)।
রোববার সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার রাতে বেগমগঞ্জ পৌরসভার একটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, ভুক্তভোগী খোরশেদ আলম সাগর একজন বুদ্ধিপ্রতিবন্ধী। তার এ অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপহণের কথা স্বীকার করেছেন। তাদের থানায় হস্থান্তর করা হয়েছে।