কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লা ব্যুরো
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫:৪৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা নিচ্ছে র্যাব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাসুদুর রহমান ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা নিচ্ছে র্যাব।