অর্ধশতাধিক সাইকেলসহ ২ চোর আটক

 কুড়িগ্রাম প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ এএম  |  অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে পুলিশের অভিযানে ধরলা সেতুসংলগ্ন একটি বাড়ি থেকে অর্ধশতাধিক বাইসাইকেল উদ্ধারসহ দুজন সক্রিয় চোরকে আটক করেছে পুলিশ। 

রোববার রাতে সদর থানা পৌর এলাকার একতাপাড়ায় এই অভিযান চালায়। এ সময় ভেলাকোপা এলাকার বেপারিপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে সফিকুল ইসলাম (২৯) এবং সওদাগরপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে কফছার আলীকে (৬০) আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে ২০টি পূর্ণাঙ্গ তৈরি এবং অসমাপ্ত ৩৫টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের থানায় রাখা হয়েছে। সোমবার সকালে তাদের হাজতে পাঠানো হবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন