জেলের জালে ধরা পড়ল তিন মণ ওজনের ৩টি পাখি মাছ

 যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৪ পিএম  |  অনলাইন সংস্করণ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মহসিন নামের এক জেলের জালে ধরা পড়েছে তিন মণ ওজনের ৩টি পাখি মাছ; যার বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিস’।

রোববার রাতে কুয়াকাটা থেকে দক্ষিণে আনুমানিক ২০ কিলোমিটার দূরত্বে সাগরে মাছ ৩টি ধরা পড়ে। সোমবার বিকালে মাছগুলো মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় মাছ ৩টি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

উপকূলের মানুষের মাঝে এই মাছের চাহিদা না থাকায় মাছগুলো ঢাকায় চালান করার উদ্দেশ্যে জনৈক মৎস্য ব্যবসায়ী ২০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। মাছগুলো খুবই দ্রুতগামী।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন