শেখ হাসিনা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা বলেন: ডেপুটি স্পিকার

 সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ এএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা বলেন। বঙ্গবন্ধুর মতো তিনিও সাহসী চিন্তা চেতনা লালন করেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি জাতিসংঘকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন। বাঙালি জাতির নেতৃত্বে একদিন বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

শেখ হাসিনা অন্ধকার হনন করে বাংলদেশকে আলোকিত করেছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলদেশ আলোকিত থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশের ইতিহাস ভূলুণ্ঠিত হবে। আওয়ামী লীগ নতুন প্রজন্মের হাতে নেতৃত্বের জ্বলন্ত মশাল রেখে যেতে চায়। সে লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সুসংগঠিত শক্তি হিসেবে অবস্থান করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, সহ-সভাপতি হাসান আলী খান, কার্তিক সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক বাচ্চু,সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার, মৎস্যজীবী লীগের সভাপতি মানিক মিয়া রানা, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল্লাহ প্রমুখ।

পরে প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের নিয়ে কেককাটায় অংশ নেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন