ফুটবল খেলতে গিয়ে শিক্ষকের মৃত্যু 

 আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  
৩০ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৫ পিএম  |  অনলাইন সংস্করণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুটবল খেলতে গিয়ে মোহাম্মদ জিয়া (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াপঞ্চক খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, মৃত জিয়া কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ সময় ধরে আনোয়ারা উপজেলার চাতরী গ্রামে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়ায় থাকতেন। তিনি চাতরী আল আমিন বারিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া স্যার চাতরী ফুটবল একাদশের সদস্য ছিলেন। বিকালে খেলার সময় হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদিয়া তাবাসসুম বলেন, বিকালে জিয়া নামে এক ব্যক্তিকে আনা হয়। আমরা তাকে প্রয়োজনীয় সব পরীক্ষা শেষে মৃত ঘোষণা করে পরিবারের কাছে হস্তান্তর করি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন