জালিয়াতি করে স্ত্রীকে বোন বানানো সেই আনিছুর গ্রেফতার
মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে নিজের স্ত্রীকে বোন বানানো প্রতারক আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গার আমিরটারী তালেবের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিছুর রহমান ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের ছেলে ও রংপুর বেতারের অফিস সহকারী।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আনিছুর রহমান এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ এবং এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি নিয়ে দেন। এ সময় তিনি শিক্ষা সনদের সঙ্গে ঠিক রেখে ছোটভাই আজিজুল হকের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নাম পরিবর্তন করে আনিছুর রহমান করেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় জামিনে রয়েছেন দুই ভাই। মামলাটি এখন বিচারাধীন।
অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ-সুবিধা এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা নেওয়ার জন্য নিজের বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবার আলোচনায় আসেন আনিছুর রহমান।
জালিয়াতি করে স্ত্রীকে বোন বানানো সেই আনিছুর গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ২০:২৬:৫৬ | অনলাইন সংস্করণ
মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে নিজের স্ত্রীকে বোন বানানো প্রতারক আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গার আমিরটারী তালেবের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিছুর রহমান ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের ছেলে ও রংপুর বেতারের অফিস সহকারী।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত এনআই অ্যাক্ট ১৩৮ ধারায় একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানায় তাকে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আনিছুর রহমান এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ এবং এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকরি নিয়ে দেন। এ সময় তিনি শিক্ষা সনদের সঙ্গে ঠিক রেখে ছোটভাই আজিজুল হকের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে নাম পরিবর্তন করে আনিছুর রহমান করেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। সেই মামলায় জামিনে রয়েছেন দুই ভাই। মামলাটি এখন বিচারাধীন।
অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ-সুবিধা এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা নেওয়ার জন্য নিজের বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবার আলোচনায় আসেন আনিছুর রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023