ইউপি চেয়ারম্যানকে নারীর জুতাপেটা

 ধামরাই (ঢাকা) প্রতিনিধি 
০৬ অক্টোবর ২০২২, ০১:৩০ এএম  |  অনলাইন সংস্করণ

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া জমিদারবাড়ী শারদীয় দূর্গাপূজা মণ্ডপে এক ইউপি চেয়্যাানকে জুতাপেটা করে তার পাঞ্জাবি ছিড়ে ফেলেছেন এক নারী।

ধর্ষণ মামলার বাদী ওই নারীকে উত্যক্ত করার প্রতিবাদে ওই ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করা হয়েছে বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৯টার দিকে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার ওই নারী ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি এখনও চলমান আছে।

ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।

ধামরাই থানার এসআই জব্বার আলী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুজামণ্ডপে এসে ইউপি চেয়ারম্যানকে ওই নারীর কবল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন