প্রশ্নফাঁস মামলায় ছয় আসামির জামিন নামঞ্জুর
কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতারকৃত ছয় আসামির জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলি।
মঙ্গলবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে আবারো জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন-প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন, কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুর রহমান, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। আসামিরা সবাই ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অফিস স্টাফ।
ভূরুঙ্গামারী থানার মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজাহার আলী জানান, ইতোপূর্বে ৪ আসামি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া মামলার সার্বিক বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।
এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড। নতুর প্রশ্নপত্র এবং নতুন রুটিনে পরীক্ষা নেওয়া শুরু করেছে দিনাজপুর বোর্ড।
প্রশ্নফাঁস মামলায় ছয় আসামির জামিন নামঞ্জুর
কুড়িগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ২২:৪৪:১৪ | অনলাইন সংস্করণ
কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতারকৃত ছয় আসামির জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলি।
মঙ্গলবার কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধার্য তারিখে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে জামিন আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করে আবারো জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিরা হলেন-প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা শিক্ষক মাওলানা জোবায়ের হোসেন, কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুর রহমান, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। আসামিরা সবাই ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অফিস স্টাফ।
ভূরুঙ্গামারী থানার মামলার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আজাহার আলী জানান, ইতোপূর্বে ৪ আসামি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্য যাচাই বাছাই চলছে। এছাড়া মামলার সার্বিক বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১৫ জনের নামে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।
এ ঘটনায় গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিজ্ঞানের পরীক্ষা স্থগিত এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞানের প্রশ্নপত্র পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড। নতুর প্রশ্নপত্র এবং নতুন রুটিনে পরীক্ষা নেওয়া শুরু করেছে দিনাজপুর বোর্ড।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023