নৌকায় যোগ দিয়ে জয় পেলেন বিএনপি কর্মী
jugantor
নৌকায় যোগ দিয়ে জয় পেলেন বিএনপি কর্মী

  টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

০২ নভেম্বর ২০২২, ২৩:০১:০৭  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম নৌকায় যোগ দিয়ে ইউনিয়ন উপনির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ইউপি সদস্য ফুটবল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এমকে আহম্মেদ।

নির্বাচনে (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৩৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশ্রাফুল (তালা মার্কা) প্রতীক পেয়েছেন ২১৬ ভোট ও আবু সিদ্দিক খান (মোরগ মার্কা) পেয়েছেন ১০৮ ভোট।

কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জানান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোতালেবের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ছিল। গত ৩ মাস আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম নৌকায় যোগ দিয়ে প্রথমবারের মতো তিনি ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এমকে আহম্মেদ বলেন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নজরুল ইসলাম (ফুটবল মার্কা) প্রতীক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নৌকায় যোগ দিয়ে জয় পেলেন বিএনপি কর্মী

 টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
০২ নভেম্বর ২০২২, ১১:০১ পিএম  |  অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম নৌকায় যোগ দিয়ে ইউনিয়ন উপনির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ইউপি সদস্য ফুটবল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এমকে আহম্মেদ।

নির্বাচনে (ফুটবল মার্কা) প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন ৩৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশ্রাফুল (তালা মার্কা) প্রতীক পেয়েছেন ২১৬ ভোট ও আবু সিদ্দিক খান (মোরগ মার্কা) পেয়েছেন ১০৮ ভোট।

কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জানান, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোতালেবের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ছিল। গত ৩ মাস আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম নৌকায় যোগ দিয়ে প্রথমবারের মতো তিনি ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এমকে আহম্মেদ বলেন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নজরুল ইসলাম (ফুটবল মার্কা) প্রতীক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন