চলন্ত ট্রেনে ছেলের জন্ম
কুমিল্লায় উপকূল এক্সপ্রেস নামের চলন্ত একটি ট্রেনে সন্তান প্রসব করেছেন তানিয়া আক্তার নামে এক প্রসূতি নারী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তানিয়া আক্তার (১৯) নরসিংদীর জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নোয়াখালীর সোনাপুর এলাকায়।
রোববার সকালে প্রসূতির স্বামী এরশাদ মিয়া বলেন, উপকূল নামের একটি ট্রেনে করে গর্ভবতী স্ত্রী তানিয়াকে নিয়ে নরসিংদী থেকে শ্বশুরবাড়ি নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিলাম। শনিবার রাতে ট্রেনটি কুমিল্লার রেলওয়ে স্টেশন পার হলে প্রসব বেদনা ওঠে তানিয়ার। পরে ট্রেনে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করা হয়।
সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেয় তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে কুমিল্লা নগরীর আল খিদমাহ স্পেশালাইজড নামে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চলন্ত ট্রেনে ছেলের জন্ম
কুমিল্লায় উপকূল এক্সপ্রেস নামের চলন্ত একটি ট্রেনে সন্তান প্রসব করেছেন তানিয়া আক্তার নামে এক প্রসূতি নারী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
তানিয়া আক্তার (১৯) নরসিংদীর জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নোয়াখালীর সোনাপুর এলাকায়।
রোববার সকালে প্রসূতির স্বামী এরশাদ মিয়া বলেন, উপকূল নামের একটি ট্রেনে করে গর্ভবতী স্ত্রী তানিয়াকে নিয়ে নরসিংদী থেকে শ্বশুরবাড়ি নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিলাম। শনিবার রাতে ট্রেনটি কুমিল্লার রেলওয়ে স্টেশন পার হলে প্রসব বেদনা ওঠে তানিয়ার। পরে ট্রেনে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় তার প্রসবের ব্যবস্থা করা হয়।
সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ফুটফুটে ছেলেসন্তানের জন্ম দেয় তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে কুমিল্লা নগরীর আল খিদমাহ স্পেশালাইজড নামে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলেও জানান তিনি।