ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমন

 কুড়িগ্রাম প্রতিনিধি 
১৩ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম  |  অনলাইন সংস্করণ

হেমন্তের সকালে ঘন কুয়াশা আর ঠাণ্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এবার আগভাগেই উত্তরের জেলা কুড়িগ্রামে শীত নামা শুরু হয়েছে। 

রোববার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মাঝরাত থেকে ঝিরঝির বৃষ্টির মতো ঝরছে শিশির ফোঁটা। সড়কে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। তাদের সময়মতো কাজে যেতে বেগ পেতে হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তুহিন আহমেদ জানান, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন