লালমাইয়ে ৮ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১২:৪৯:৪০ | অনলাইন সংস্করণ
কুমিল্লার লালমাই উপজেলার ৫নং পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার ৮ চেয়ারম্যান প্রার্থী।
গত ১৮ নভেম্বর রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী লালমাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির মজুমদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান মাসুম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন।
আওয়ামী লীগের পেরুল ইউনিয়ন নেতা কর্মীদের সাথে আলোচনা করে জানা যায়, সাজানো কাউন্সিল ডেকে কামাল হোসেন দুলালের নাম ঘোষণা করা হলেও এই কামাল হোসেন দুলালের আওয়ামী লীগের রাজনীতিতে কোন অবদান নেই।
তাদের দাবি, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। ২০০১ সাল পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে দুলালের কোন অবদান নেই।
উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, আমরা অবগতই ছিলাম না কবে কাউন্সিল হবে। আমরা লক্ষ্য করেছি একজন প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে নাম ধরে ধরে টাকা দিচ্ছে। তখন উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের আশ্বস্ত করেন। এটা উপজেলা কমিটির কমন ডায়ালগ।
আরেক প্রার্থী এনামুল হক বাচ্চু বলেন, উপজেলা নেতৃবৃন্দের সহযোগিতায় যে প্রার্থীকে বিজয়ী করা হবে সে প্রার্থী গত দশ দিন ধরেই ভোটারদের কিনে ফেলেছে।
বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ বলেন, আমরা কাউন্সিল বর্জন করেছি। আমরা সবাই বসে আলাপ আলোচনা করে কাকে প্রার্থী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
এই বিষয়ে কামাল হোসেন দুলালের কাছে জানতে চাইলে বলেন, আন্দোলন সংগ্রামের অবদান কমবেশি সবার ছিল, প্রয়োজনে আবারও কাউন্সিল আহবান করেন।
এ বিষয়ে লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন বলেন, স্থানীয় সংসদ সদস্যআ হ ম মোস্তফা কামালে ভাই সরোয়ারের নির্দেশ মেনে সব কিছু করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লালমাইয়ে ৮ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
কুমিল্লার লালমাই উপজেলার ৫নং পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার ৮ চেয়ারম্যান প্রার্থী।
গত ১৮ নভেম্বর রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী লালমাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান আবুল হাশেম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির মজুমদার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমান মাসুম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রবিউল হোসেন।
আওয়ামী লীগের পেরুল ইউনিয়ন নেতা কর্মীদের সাথে আলোচনা করে জানা যায়, সাজানো কাউন্সিল ডেকে কামাল হোসেন দুলালের নাম ঘোষণা করা হলেও এই কামাল হোসেন দুলালের আওয়ামী লীগের রাজনীতিতে কোন অবদান নেই।
তাদের দাবি, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। ২০০১ সাল পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে দুলালের কোন অবদান নেই।
উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, আমরা অবগতই ছিলাম না কবে কাউন্সিল হবে। আমরা লক্ষ্য করেছি একজন প্রার্থী বিভিন্ন ওয়ার্ডে নাম ধরে ধরে টাকা দিচ্ছে। তখন উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের আশ্বস্ত করেন। এটা উপজেলা কমিটির কমন ডায়ালগ।
আরেক প্রার্থী এনামুল হক বাচ্চু বলেন, উপজেলা নেতৃবৃন্দের সহযোগিতায় যে প্রার্থীকে বিজয়ী করা হবে সে প্রার্থী গত দশ দিন ধরেই ভোটারদের কিনে ফেলেছে।
বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ বলেন, আমরা কাউন্সিল বর্জন করেছি। আমরা সবাই বসে আলাপ আলোচনা করে কাকে প্রার্থী করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
এই বিষয়ে কামাল হোসেন দুলালের কাছে জানতে চাইলে বলেন, আন্দোলন সংগ্রামের অবদান কমবেশি সবার ছিল, প্রয়োজনে আবারও কাউন্সিল আহবান করেন।
এ বিষয়ে লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন বলেন, স্থানীয় সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামালে ভাই সরোয়ারের নির্দেশ মেনে সব কিছু করা হয়েছে।