বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নিজাম উদ্দিন
বিএনপিতে ফিরতে চান কুমিল্লা সিটি নির্বাচন করে বহিষ্কৃত নেতারা। রোববার কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ নেতারা বলেন, আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা দলের বাইরে যেতে পারব না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। প্রশাসনের একদল অতি উৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেফতার করেছে। আমরা এসব হয়রানির তীব্র নিন্দা জানাই।
নেতারা বলেন, সারা দেশের ন্যায় কুমিল্লার গণসমাবেশেও জনতার ঢল নামবে। এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহি:প্রকাশ ঘটাবে। কুমিল্লার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কুমিল্লা সিটি করপোরেশন, পরিবহণ মালিক ও শ্রমিক, ব্যবসায়ীসহ পেশাজীবীসহ কুমিল্লার সাধারণ মানুষের প্রতি আমাদের আহবান আপনারা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে সহযোগিতা করুন।
তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা বিএনপি সাবেক ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এ বারী সেলিম, সাবেক কাউন্সিলর সেলিম খান, সদর দক্ষিণ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম মজুমদার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক সদস্য নাসির উদ্দিন, কোহিনুর আক্তার কাকলি, আব্দুল্লাহ আল মোমেন, মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত নিজাম উদ্দিন
বিএনপিতে ফিরতে চান কুমিল্লা সিটি নির্বাচন করে বহিষ্কৃত নেতারা। রোববার কুমিল্লার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতারা।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ নেতারা বলেন, আমরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি নির্বাচনে অংশ নিয়ে ভুল করেছি। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা দলের বাইরে যেতে পারব না। আমরা হাইকমান্ডের কাছে আবেদন করেছি। আশা করি শিগগিরই আমাদের ভুল ক্ষমা করে দলে ফিরিয়ে নেবেন।
কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, দেশে আজ আন্দোলনের নতুন বসন্ত দেখা দিয়েছে। প্রশাসনের একদল অতি উৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের হয়রানি করছেন। ১৭ নম্বর ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতাদের ঘরে পুলিশ গিয়ে ওই নেতাকে না পেয়ে তার ছোটভাইকে গ্রেফতার করেছে। আমরা এসব হয়রানির তীব্র নিন্দা জানাই।
নেতারা বলেন, সারা দেশের ন্যায় কুমিল্লার গণসমাবেশেও জনতার ঢল নামবে। এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহি:প্রকাশ ঘটাবে। কুমিল্লার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কুমিল্লা সিটি করপোরেশন, পরিবহণ মালিক ও শ্রমিক, ব্যবসায়ীসহ পেশাজীবীসহ কুমিল্লার সাধারণ মানুষের প্রতি আমাদের আহবান আপনারা শান্তিপূর্ণভাবে গণসমাবেশ সফল করতে সহযোগিতা করুন।
তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা বিএনপি সাবেক ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এ বারী সেলিম, সাবেক কাউন্সিলর সেলিম খান, সদর দক্ষিণ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাহ আলম মজুমদার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক সদস্য নাসির উদ্দিন, কোহিনুর আক্তার কাকলি, আব্দুল্লাহ আল মোমেন, মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।