টঙ্গী পশ্চিম থানার পাঁচ এসআই প্রত্যাহার
টঙ্গী পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২২:৪১:৪৩ | অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের পাঁচ এসআইকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার দুপুরে পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল, এসএম মেহেদি হাসান, লিটন শরীফ, সজীব দেবনাথ ও মমিনুল ইসলাম। তারা সবাই থানার বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং ইনচার্জের দায়িত্ব পালন করে আসছিলেন।
যোগাযোগ করা হলে এসএম মেহেদি হাসান জানান, কী কারণে প্রত্যাহার করা হয়েছে আমি জানি না। তবে বর্তমানে ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করছি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, পুলিশে চাকরির ক্ষেত্রে এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে আমি যতদূর জানি আসন্ন বিশ্ব ইজতেমার ডিউটি পালনের জন্য তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টঙ্গী পশ্চিম থানার পাঁচ এসআই প্রত্যাহার
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের পাঁচ এসআইকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার দুপুরে পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল, এসএম মেহেদি হাসান, লিটন শরীফ, সজীব দেবনাথ ও মমিনুল ইসলাম। তারা সবাই থানার বিভিন্ন ওয়ার্ডে বিট পুলিশিং ইনচার্জের দায়িত্ব পালন করে আসছিলেন।
যোগাযোগ করা হলে এসএম মেহেদি হাসান জানান, কী কারণে প্রত্যাহার করা হয়েছে আমি জানি না। তবে বর্তমানে ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করছি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, পুলিশে চাকরির ক্ষেত্রে এটি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে আমি যতদূর জানি আসন্ন বিশ্ব ইজতেমার ডিউটি পালনের জন্য তাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।