লক্ষ্মীপুরে ছাত্রদলের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত ১৫

 লক্ষ্মীপুর প্রতিনিধি 
২৪ নভেম্বর ২০২২, ০৮:০৫ পিএম  |  অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় উভয়পক্ষের হাতাহাতিতে এসআইসহ ৩ পুলিশ সদস্য ও ছাত্রদলের ১২ নেতাকর্মী সামান্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের প্রধান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি বের করে ছাত্রদল।

আহত পুলিশ সদস্যরা হলেন- শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।

আহত ছাত্রদল নেতাকর্মীরা হলেন- সাজ্জাদ হোসেন শুভ, আশরাফ হোসেন, নোবেল আহমেদ, মো. শাহীন, সুহাস হান্নান, শহীদুল ইসলাম, সোহেল, ফারুক হোসেন, ইকরাম, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ ও শাওন হাওলাদার। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আহতরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাননি।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব দেন। শহরের ব্রিজ পার হলেই পুলিশ মিছিলে বাধা দেয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। এ সময় ঘুসি-লাথি মেরে ১২ জন নেতাকর্মীকে আহত করে। পুলিশি বাধা অতিক্রম করেই তারা মিছিল সম্পন্ন করেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণাত্মক ছিল। বাজারের যানজট সৃষ্টি করে তারা মিছিল বের করে। এতে বাধা দিলে তারা পুলিশের উদ্দেশ্যে ইট-পাটকেল ছোড়ে। আমাদের ৩ জন সদস্য আহত হয়। পরে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে কাউকে আহত করা হয়নি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন