মঠবাড়িয়ায় জাতীয় পার্টির মানববন্ধন

 মঠবাড়িয়া প্রতিনিধি 
২৪ নভেম্বর ২০২২, ০৮:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।

ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নূরুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আ. রহমান আল নোমান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা দ্রুত সময়ে গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন