টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ২১:৩৭:৩৩ | অনলাইন সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে মিছিলে অংশ নেন পূবাইল থানা ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাউসার হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সড়কের পাশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীর ওপর হামলা চালালে পাঁচজন আহত হন। নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।
গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে মিছিলে অংশ নেন পূবাইল থানা ছাত্রদলের আহবায়ক রাজিব মিয়া, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব আসাদুজ্জামান মামুন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সিদ্দিক বুলবুল, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাউসার হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সড়কের পাশে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীর ওপর হামলা চালালে পাঁচজন আহত হন। নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবি জানান তারা।