সন্দ্বীপে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক পথসভা
যুগান্তর ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ২২:৪২:০৪ | অনলাইন সংস্করণ
সন্দ্বীপে বৃহস্পতিবার বিকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সন্দ্বীপের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় এ পথসভার আয়োজন করা হয়। সামাজিক সংগঠন সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- শহীদুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন মনি, সাইফ রাব্বি, রিয়াদুল মামুন সোহাগ, কাউছার মাহমুদ দিদার, সাব্বির রহমান, সাদ্দাম হোসেন জয়, আনোয়ার হোসেন, পারভেজ প্রমুখ।
বক্তারা হাইকোর্টের নির্দেশমতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন নারীকে প্রধান করে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনে গুরুত্বারোপ করেন। পাশাপাশি দোষী ব্যক্তিকে ক্ষমা না করে আইনে সোপর্দ করার প্রতি বিশেষ গুরুত্ব দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সন্দ্বীপে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক পথসভা
সন্দ্বীপে বৃহস্পতিবার বিকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সন্দ্বীপের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় এ পথসভার আয়োজন করা হয়। সামাজিক সংগঠন সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন- শহীদুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন মনি, সাইফ রাব্বি, রিয়াদুল মামুন সোহাগ, কাউছার মাহমুদ দিদার, সাব্বির রহমান, সাদ্দাম হোসেন জয়, আনোয়ার হোসেন, পারভেজ প্রমুখ।
বক্তারা হাইকোর্টের নির্দেশমতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন নারীকে প্রধান করে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনে গুরুত্বারোপ করেন। পাশাপাশি দোষী ব্যক্তিকে ক্ষমা না করে আইনে সোপর্দ করার প্রতি বিশেষ গুরুত্ব দেন।