ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত
নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রকি (৩৫), সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ উদ্দিন নিশান(২৩), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)।
স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন, হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ৫-৬ জনের পেছনে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে কি কারণে এমন ককটেল বিস্ফোরণ তা তিনি জানাতে পারেননি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবলীগ নেতা সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশে তিনমাথা মোড়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটে। কি কারণে আমাদের লক্ষ্য করে এমন ঘটনা সেটি বুঝতে পারছি না। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ০৯:৩৬:৫১ | অনলাইন সংস্করণ
নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নিয়ামতপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব রকি (৩৫), সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজ উদ্দিন নিশান(২৩), উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ (২৩) ও ওসমান গনি (১৯)।
স্থানীয়রা জানায়, তিনটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় পোস্ট অফিসের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী আরিফুজ্জামান বলেন, হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে ককটেল বিস্ফোরণ ঘটানো ৫-৬ জনের পেছনে ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে কি কারণে এমন ককটেল বিস্ফোরণ তা তিনি জানাতে পারেননি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত যুবলীগ নেতা সিরাজ উদ্দিন নিশান বলেন, বিশ্বকাপের খেলা দেখার উদ্দেশে তিনমাথা মোড়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ ঘটে। কি কারণে আমাদের লক্ষ্য করে এমন ঘটনা সেটি বুঝতে পারছি না। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, আলামত দেখে এটি ককটেল বিস্ফোরণ মনে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023