ছাত্রদলের ৩০ নেতাকর্মীকে পেটালেন ৩ ছাত্রলীগ নেতা!
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ০৫:২৩:৩১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ১০ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এসময় রতন নামে এক ছাত্রদল নেতাকে বিপুল পরিমাণ মশালসহ আটক করে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেঙগুরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে একটি মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়েছে ফেসবুকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিতে দেখা যায়, দুই ছাত্রদল নেতাকে ব্যাপক মারধরের পর বসিয়ে রেখে স্থানীয়রা ভিডিও করছিলেন।
এসময় এক ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ শান্তরে (উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক) ফালায়া এমন বাইড়ান বাইড়াইলাম হেরপরেও সে দৌঁড়ায়ইয়া পলায়া গেছে। সবটিরে পিডাইছি। হেরা ৩০ জন আসিলো আমরা আছিলাম মাত্র ৩ জন। যখন কইসি হেডিরে ধর তখনি সব দিসে দৌঁড় ’।
এ ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের রহমান জিকু জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এতে হামলা চালায়।
এসময় আমাদের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তারাই এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়।
অপরদিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রতনকে আটকের সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতির সময় এক ছাত্রদল নেতাকে হাতেনাতে ৬০টি মশালসহ আটক করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ছাত্রদলের ৩০ নেতাকর্মীকে পেটালেন ৩ ছাত্রলীগ নেতা!
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ১০ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এসময় রতন নামে এক ছাত্রদল নেতাকে বিপুল পরিমাণ মশালসহ আটক করে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লেঙগুরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে একটি মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়েছে ফেসবুকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিতে দেখা যায়, দুই ছাত্রদল নেতাকে ব্যাপক মারধরের পর বসিয়ে রেখে স্থানীয়রা ভিডিও করছিলেন।
এসময় এক ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ শান্তরে (উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক) ফালায়া এমন বাইড়ান বাইড়াইলাম হেরপরেও সে দৌঁড়ায়ইয়া পলায়া গেছে। সবটিরে পিডাইছি। হেরা ৩০ জন আসিলো আমরা আছিলাম মাত্র ৩ জন। যখন কইসি হেডিরে ধর তখনি সব দিসে দৌঁড় ’।
এ ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের রহমান জিকু জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এতে হামলা চালায়।
এসময় আমাদের ১০ জনের অধিক নেতাকর্মী আহত হয়। এর মধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তারাই এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়।
অপরদিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রতনকে আটকের সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতির সময় এক ছাত্রদল নেতাকে হাতেনাতে ৬০টি মশালসহ আটক করা হয়েছে।