বিশ্বকাপ নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে বন্ধু খুন
চাঁদপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১২:০৬:০৮ | অনলাইন সংস্করণ
চাঁদপুরে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।
দশম শ্রেণির ছাত্র মেহেদীকে (১৬) ছুরিকাঘাত করে খুন করেছেন একই এলাকার বন্ধু বরকত (২০)।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারিবাড়ির সামনে।
ঘটনার পর পরই মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বাড়ি থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত মেহেদীর বাবা হেলাল বেপারি বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরকত মারধর করে।
এর পর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপ নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে বন্ধু খুন
চাঁদপুরে বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে।
দশম শ্রেণির ছাত্র মেহেদীকে (১৬) ছুরিকাঘাত করে খুন করেছেন একই এলাকার বন্ধু বরকত (২০)।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারিবাড়ির সামনে।
ঘটনার পর পরই মেহেদীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত বরকতকে তার বাড়ি থেকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত মেহেদীর বাবা হেলাল বেপারি বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ওই দিন রাতে আমার ছেলেকে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বরকত মারধর করে।
এর পর সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে বরকত ছুরি দিয়ে এলোপাতাড়ি বুকে আঘাত করে অন্ধকারে ফেলে রেখে যায়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রউফ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বরকতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মেহেদীর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।