মহাসড়কের পাশে নবজাতকের মরদেহ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২২:৫৪:০৮ | অনলাইন সংস্করণ
চট্টগ্রামের মীরসরাইয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের লতিফিয়া গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।
পথচারী মো. ইব্রাহিম বলেন, আজ ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফিয়া গেটের দক্ষিণে মহাসড়কের পশ্চিম পাশে ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজনসহ এসে পেপার খুলে দেখতে পান ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, শিশুর মাথার একপাশে থেঁতলে গেছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহাসড়কের পাশে নবজাতকের মরদেহ
চট্টগ্রামের মীরসরাইয়ে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের লতিফিয়া গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।
পথচারী মো. ইব্রাহিম বলেন, আজ ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে আছরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে লতিফিয়া গেটের দক্ষিণে মহাসড়কের পশ্চিম পাশে ফুটপাতে পেপার মোড়ানো একটি বস্তু দেখতে পান। এরপর স্থানীয় কয়েকজনসহ এসে পেপার খুলে দেখতে পান ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ।
মীরসরাই থানার ওসি কবির হোসেন জানান, শিশুর মাথার একপাশে থেঁতলে গেছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।