যে কারণে স্টেশনে ছদ্মবেশে ইউএনও
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ২২:৫৭:৫৫ | অনলাইন সংস্করণ
আন্তঃনগর তিস্তা ট্রেন ছাড়ার আগে ছদ্মবেশে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যান। টিকিট কালোবাজারি ধরতে তিনি বৃহস্পতিবার রেলস্টেশনে যান।
ইউএনও স্টেশনে গিয়ে দেখেন- কালোবাজারে ট্রেনের পোশাক পরিহিত স্টুয়ার্ড আসলাম হোসেন টিকিট বিক্রি করছেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন। অপর স্টুয়ার্ড টিকিট কালোবাজারি দৌড়ে পালিয়ে যান।
আটক স্টুয়ার্ডের কাছ থেকে ৬ আসনের তিনটি টিকিট পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। আরেকজন পালিয়ে যাওয়া স্টুয়ার্ডের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য রেলওয়ে পুলিশকে নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল বাতেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশসহ দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।
আসলাম হোসেনের বাড়ি গাইবান্ধার কঞ্চিপাড়ায়। দীর্ঘদিন ধরে ঢাকা-দেওয়ানগঞ্জ চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে বিনা টিকিটে যাত্রী নেওয়া এবং চড়া দামে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যে কারণে স্টেশনে ছদ্মবেশে ইউএনও
আন্তঃনগর তিস্তা ট্রেন ছাড়ার আগে ছদ্মবেশে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে যান। টিকিট কালোবাজারি ধরতে তিনি বৃহস্পতিবার রেলস্টেশনে যান।
ইউএনও স্টেশনে গিয়ে দেখেন- কালোবাজারে ট্রেনের পোশাক পরিহিত স্টুয়ার্ড আসলাম হোসেন টিকিট বিক্রি করছেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন। অপর স্টুয়ার্ড টিকিট কালোবাজারি দৌড়ে পালিয়ে যান।
আটক স্টুয়ার্ডের কাছ থেকে ৬ আসনের তিনটি টিকিট পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। আরেকজন পালিয়ে যাওয়া স্টুয়ার্ডের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য রেলওয়ে পুলিশকে নির্দেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল বাতেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশসহ দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ।
আসলাম হোসেনের বাড়ি গাইবান্ধার কঞ্চিপাড়ায়। দীর্ঘদিন ধরে ঢাকা-দেওয়ানগঞ্জ চলাচলকারী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসে বিনা টিকিটে যাত্রী নেওয়া এবং চড়া দামে কালোবাজারি করে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।