বরিশালের নদ-নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং হবে
বরিশাল ব্যুরো
০৪ ডিসেম্বর ২০২২, ২২:১৯:৪২ | অনলাইন সংস্করণ
ঢাকা-বরিশাল নৌরুটে নাব্য বহাল রাখতে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামী ফেব্রুয়ারির মধ্যে এই ড্রেজিং কাজ শেষ হবে। এ কাজে ১২ থেকে ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা আছে। ২০টি নদীর ৪৭টি পয়েন্টে ড্রেজিং করা হবে।
রোববার দুপুরে বরিশাল নদী বন্দর সম্মেলন কক্ষে নৌযান মালিক-শ্রমিকদের নিয়ে ড্রেজিং কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিআইডব্লিউটিএ নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন সরকার এ তথ্য জানান।
প্রথমে ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি, ইলিশা মজুচৌধুরীর হাট রুটে ৪টি, তুষখালী রুটে ১টি, লালমোহন নাজিরপুর রুটে ১টি, ভোলা খেয়াঘাটে ১টি, বরিশাল বন্দরে ১টি, পাতারহাটে ১টিসহ মোট ১২টি পয়েন্টে ড্রেজিং হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান, বরিশাল নদী বন্দর উপপরিচালক আবদুর রাজ্জাক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, বরিশাল বিভাগীয় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম, সুন্দরবন-১৬ এর মাস্টার মজিবর রহমানসহ বিভিন্ন লঞ্চের মাস্টাররা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালের নদ-নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং হবে
ঢাকা-বরিশাল নৌরুটে নাব্য বহাল রাখতে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে ৩০ লাখ ঘনমিটার ড্রেজিং করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। আগামী ফেব্রুয়ারির মধ্যে এই ড্রেজিং কাজ শেষ হবে। এ কাজে ১২ থেকে ১৫ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা আছে। ২০টি নদীর ৪৭টি পয়েন্টে ড্রেজিং করা হবে।
রোববার দুপুরে বরিশাল নদী বন্দর সম্মেলন কক্ষে নৌযান মালিক-শ্রমিকদের নিয়ে ড্রেজিং কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিআইডব্লিউটিএ নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিন সরকার এ তথ্য জানান।
প্রথমে ঢাকা-পটুয়াখালী রুটে ৩টি, ইলিশা মজুচৌধুরীর হাট রুটে ৪টি, তুষখালী রুটে ১টি, লালমোহন নাজিরপুর রুটে ১টি, ভোলা খেয়াঘাটে ১টি, বরিশাল বন্দরে ১টি, পাতারহাটে ১টিসহ মোট ১২টি পয়েন্টে ড্রেজিং হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেজিং) মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান, বরিশাল নদী বন্দর উপপরিচালক আবদুর রাজ্জাক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যুগ্ম সম্পাদক মো. আবু সাঈদ, বরিশাল বিভাগীয় লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সভাপতি মাস্টার আবুল হাসেম, সুন্দরবন-১৬ এর মাস্টার মজিবর রহমানসহ বিভিন্ন লঞ্চের মাস্টাররা।