মাদক সেবন নিয়ে যুবককে কুপিয়ে খুন
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ২২:২৪:৪১ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন নিয়ে তর্কে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে মামুন (২২) নামে একজনের মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২২) ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে নূর নবী (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর এলাকার পায়েল, পাপ্পু ও সাইফুলসহ তাদের গ্রুপের কয়েকজন ইসদাইর নুর ডাইংয়ের মাঠে বসে মাদক সেবন করেন। একই মাঠে আড্ডা দিতেন মামুন, নূর নবী গ্রুপ। এতে পায়েল গ্রুপের মাদক সেবনের বিষয়টি কয়েকবার প্রতিবাদ জানায় মামুন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে মামুন ও নূর নবীকে মাঠে পেয়ে এলোপাতাড়ি কোপায় পাপ্পু ও তার গ্রুপের লোকজন। একপর্যায়ে মামুন ও নূর নবী দৌড়ে এসে রেললাইনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। সেখান থেকে স্থানীয়রা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে নূর নবীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাদক সেবন নিয়ে যুবককে কুপিয়ে খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন নিয়ে তর্কে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে নেওয়া হলে মামুন (২২) নামে একজনের মৃত্যু হয়। সোমবার সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২২) ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে নূর নবী (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর এলাকার পায়েল, পাপ্পু ও সাইফুলসহ তাদের গ্রুপের কয়েকজন ইসদাইর নুর ডাইংয়ের মাঠে বসে মাদক সেবন করেন। একই মাঠে আড্ডা দিতেন মামুন, নূর নবী গ্রুপ। এতে পায়েল গ্রুপের মাদক সেবনের বিষয়টি কয়েকবার প্রতিবাদ জানায় মামুন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে দীর্ঘ ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে মামুন ও নূর নবীকে মাঠে পেয়ে এলোপাতাড়ি কোপায় পাপ্পু ও তার গ্রুপের লোকজন। একপর্যায়ে মামুন ও নূর নবী দৌড়ে এসে রেললাইনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। সেখান থেকে স্থানীয়রা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে নূর নবীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।