সিলেটে বাস থেকে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেট নগরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
গুলিগুলো একটি থলের মধ্যে আলাদা দুটি বক্সে রাখা ছিল। গায়ে লেখা ‘মেইড ইন ইন্ডিয়া’।
সিলেটের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিলেট শহরতলির বটেশ্বর এলাকার একটি বাসে তল্লাশি চালিয়ে ব্যাগটি জব্দ করা হয় বুধবার দুপুরে ।
এ ঘটনায় বাস জব্দ ও বাসের চালক, সহকারীসহ সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়।
তবে গুলির চালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গুলির চালান কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং মালিক কে ? এসব তথ্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেটে বাস থেকে ১০৫ রাউন্ড গুলি উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে সিলেট নগরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শটগানের ১০৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
গুলিগুলো একটি থলের মধ্যে আলাদা দুটি বক্সে রাখা ছিল। গায়ে লেখা ‘মেইড ইন ইন্ডিয়া’।
সিলেটের শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিলেট শহরতলির বটেশ্বর এলাকার একটি বাসে তল্লাশি চালিয়ে ব্যাগটি জব্দ করা হয় বুধবার দুপুরে ।
এ ঘটনায় বাস জব্দ ও বাসের চালক, সহকারীসহ সাতজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়।
তবে গুলির চালানের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। গুলির চালান কেন আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং মালিক কে ? এসব তথ্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।