দোহারে ৩৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
০৮ ডিসেম্বর ২০২২, ২০:৩৬:১০ | অনলাইন সংস্করণ
ঢাকার দোহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দোহার থানা পুলিশ ২৬টি মামলা করে। এতে আসামির সংখ্যা ৬১ জন। বিষয়টি দোহার থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া ১৩ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তারা এ ঘৃণ্য পেশা ত্যাগ করে সমাজে সুন্দর ও পরিচ্ছন্নভাবে বসবাসের লক্ষ্য নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ভবিষ্যতে মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িত হবে না বলে অঙ্গীকার করেন।
জানা যায়, দোহার থানা ওসি মোস্তফা কামালের নেতৃত্বে গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ৮ লাখ ৩১ হাজার ছয়শ টাকার ইয়াবা ট্যাবলেট, আট লাখ ২৪ হাজার টাকার গাঁজা, হেরোইন ১৭ লাখ ৪ হাজার পাঁচশত টাকা ও ২০ হাজার টাকার ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়। এসব অভিযানে পুলিশ বেশ কয়েকজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। যারা দোহার নবাবগঞ্জ উপজেলাসহ ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। এর পাশাপাশি দোহার থানা পুলিশ দোহার উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ, সব ধরনের বিশৃঙ্খলা সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দোহারে ৩৪ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার
ঢাকার দোহার থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ লাখ টাকার মাদক দ্রব্য উদ্ধার করেছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দোহার থানা পুলিশ ২৬টি মামলা করে। এতে আসামির সংখ্যা ৬১ জন। বিষয়টি দোহার থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এছাড়া ১৩ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। তারা এ ঘৃণ্য পেশা ত্যাগ করে সমাজে সুন্দর ও পরিচ্ছন্নভাবে বসবাসের লক্ষ্য নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে ভবিষ্যতে মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িত হবে না বলে অঙ্গীকার করেন।
জানা যায়, দোহার থানা ওসি মোস্তফা কামালের নেতৃত্বে গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ৮ লাখ ৩১ হাজার ছয়শ টাকার ইয়াবা ট্যাবলেট, আট লাখ ২৪ হাজার টাকার গাঁজা, হেরোইন ১৭ লাখ ৪ হাজার পাঁচশত টাকা ও ২০ হাজার টাকার ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার করা হয়। এসব অভিযানে পুলিশ বেশ কয়েকজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। যারা দোহার নবাবগঞ্জ উপজেলাসহ ঢাকা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। এর পাশাপাশি দোহার থানা পুলিশ দোহার উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ, সব ধরনের বিশৃঙ্খলা সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড রোধে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।