এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সহপাঠী গ্রেফতার
বরিশালের সরকারি গৌরনদী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাসুম সরদারের (১৯) পেটে ছুরিকাঘাতের ঘটনায় সহপাঠী শাখাওয়াত হোসেনকে (১৯) আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মাসুমের বাবা গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের দেলোয়ার হোসেন সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি এইচএসসি পরীক্ষার্থী (সহপাঠী) শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে। সে (শাখাওয়াত) উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের শাহ্জাহান ফরাজির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার জানান, সরকারি গৌরনদী কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী মাসুম সরদার বুধবার বেলা ১১টার দিকে ওই কলেজে বিজ্ঞান বিভাগের প্রস্তুতিমূলক প্র্যাকটিকেল ক্লাশে উচ্চস্বরে কথা বললে অপর সহপাঠী শাখাওয়াত প্রতিবাদ করে। ক্লাশ শেষে উচ্চস্বরে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী মাসুম ও পরীক্ষার্থী শাখাওয়াতের মধ্যে বাগবিতণ্ডা বাঁধে।
একপর্যায়ে এইচএসসি পরীক্ষার্থী শাখাওয়াত সহপাঠী মাসুমের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে (মাসুম) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. হক শিকদার জানান।
এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, সহপাঠী গ্রেফতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ২০:৩৭:৩৬ | অনলাইন সংস্করণ
বরিশালের সরকারি গৌরনদী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাসুম সরদারের (১৯) পেটে ছুরিকাঘাতের ঘটনায় সহপাঠী শাখাওয়াত হোসেনকে (১৯) আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মাসুমের বাবা গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের দেলোয়ার হোসেন সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি এইচএসসি পরীক্ষার্থী (সহপাঠী) শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে। সে (শাখাওয়াত) উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের শাহ্জাহান ফরাজির ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই আব্দুল হক শিকদার জানান, সরকারি গৌরনদী কলেজের ছাত্র ও এইচএসসি পরীক্ষার্থী মাসুম সরদার বুধবার বেলা ১১টার দিকে ওই কলেজে বিজ্ঞান বিভাগের প্রস্তুতিমূলক প্র্যাকটিকেল ক্লাশে উচ্চস্বরে কথা বললে অপর সহপাঠী শাখাওয়াত প্রতিবাদ করে। ক্লাশ শেষে উচ্চস্বরে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার্থী মাসুম ও পরীক্ষার্থী শাখাওয়াতের মধ্যে বাগবিতণ্ডা বাঁধে।
একপর্যায়ে এইচএসসি পরীক্ষার্থী শাখাওয়াত সহপাঠী মাসুমের পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে (মাসুম) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. হক শিকদার জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023