ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ২১:৫২:০৩ | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপ নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এজন্য ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড মনির কমিশনারের বাড়ি থেকে প্রায় ৩শ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির।
শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ দল। কারণ এই দলের খেলোয়াড়েরা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। মাঠের দর্শক ও টিভির দর্শকেরা ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের খেলা দেখে আনন্দ লাভ করেন। আমি সবসময় ক্রোয়েশিয়ার সমর্থক ছিলাম, এখনো আছি। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও আমার প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ্বাস ক্রোয়েশিয়া ভালো খেলবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
কাতার বিশ্বকাপ নকআউট পর্বে শুক্রবার রাত ৯টায় খেলবে ক্রোয়েশিয়া। এজন্য ভোলার লালমোহনে ক্রোয়েশিয়া সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ড মনির কমিশনারের বাড়ি থেকে প্রায় ৩শ মোটরসাইকেল নিয়ে ক্রোয়েশিয়া সমর্থকগোষ্ঠী শোভাযাত্রা করে। এতে নেতৃত্ব প্রদান করেন লালমোহন পৌরসভার সাবেক কমিশনার মনিরুজ্জামান মনির।
শোভাযাত্রা শেষে মনির কমিশনার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, পৃথিবীর ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবলে খুবই ভালো এবং প্রথম সারির দল। তৃতীয় দল হিসেবে আমার কাছে মনে হয়েছে ক্রোয়েশিয়া শ্রেষ্ঠ দল। কারণ এই দলের খেলোয়াড়েরা খেলার ছন্দ, তাল মিলিয়ে খেলে। মাঠের দর্শক ও টিভির দর্শকেরা ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের খেলা দেখে আনন্দ লাভ করেন। আমি সবসময় ক্রোয়েশিয়ার সমর্থক ছিলাম, এখনো আছি। শুক্রবার রাত ৯টায় ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের খেলা হবে। ব্রাজিল ভালো দল হিসেবে সারা বিশ্বে পরিচিত। তবুও আমার প্রিয় দল ক্রোয়েশিয়ার জন্য শুভকামনা রইল। আমার বিশ্বাস ক্রোয়েশিয়া ভালো খেলবে।