মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ র্যাব সদস্যসহ নিহত ৩
যুগান্তর প্রতিবেদন
০৯ ডিসেম্বর ২০২২, ০৮:২৯:০৩ | অনলাইন সংস্করণ
মাগুরায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় র্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদরের সাইত্রিশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে জানান, ঝিনাইদহ র্যাব ৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়।
কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে।
এ সময় র্যাবের ওই টহল দল পিকআপভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের সাইত্রিশবাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন র্যাব সদস্য ও পিকআপভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।
গুরুতর আহতাবস্থায় র্্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ র্যাব সদস্যসহ নিহত ৩
মাগুরায় মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় র্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাদক চোরাকারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদরের সাইত্রিশবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— র্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।
মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে জানান, ঝিনাইদহ র্যাব ৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়।
কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে।
এ সময় র্যাবের ওই টহল দল পিকআপভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের সাইত্রিশবাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই একজন র্যাব সদস্য ও পিকআপভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।
গুরুতর আহতাবস্থায় র্্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।