মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৬:০৬:৩৮ | অনলাইন সংস্করণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো একটি বিক্ষোভ মিছিল বের করে।
দলটির নেতাকর্মীরা মহাসচিবের মুক্তির দাবি তুলে স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তবে পুলিশের প্রতিরোধের মুখে বিক্ষোভ সংক্ষিপ্ত করেন বিক্ষোভকারীরা। পরে আন্দোলনকারীরা পথসভার আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। পরে শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখানো হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলো একটি বিক্ষোভ মিছিল বের করে।
দলটির নেতাকর্মীরা মহাসচিবের মুক্তির দাবি তুলে স্লোগান দিতে দিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তবে পুলিশের প্রতিরোধের মুখে বিক্ষোভ সংক্ষিপ্ত করেন বিক্ষোভকারীরা। পরে আন্দোলনকারীরা পথসভার আয়োজন করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি ইমরুল কায়েসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। পরে শুক্রবার ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার দেখানো হয়।